×

সারাদেশ

ডিমলায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

ডিমলায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

নীলফামারীর ডিমলায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় পোল্ট্রি ও মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে৷

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে মীম পোল্ট্রি হাউজের মালিক মহির উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় ৮ হাজার টাকা ও হাফিজুল ইসলাম নামের এক গরুর মাংস ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী সহকারী পরিচালক মো. শামসুল আলম৷

শবেবরাত উপলক্ষে ব্যবসায়ীরা কাঁচা মালসহ পোল্ট্রি, ব্রয়লার, দেশি মুরগী ও গরুর মাংসের দাম বৃদ্ধি করেছে এমন সংবাদের ভিত্তিতে ডিমলা সদরেরর বিভিন্ন বাজার তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, কয়েকদিন পর পবিত্র রমজান মাস শুরু এ মাসকে সামনে রেখে কেউ যদি ভোক্তা অধিকার বিরোধী অপরাধ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খাদ্য দ্রব্য কেনাবেচা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আজ থেকে প্রায়দিনেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ডিমলা উপজেলার প্রতিটি হাট-বাজারে অভিযান পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App