×

জাতীয়

গুলিস্তানের বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১০:৩৮ পিএম

গুলিস্তানের বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ছবি: ভোরের কাগজ

রাজধানীর গুলিস্তানের যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার (৭ মার্চ) উদ্ধারকাজ চলাকালে রাত ১০টায় ঘটনাস্থলে হাজির হয়ে এ মন্তব্য করেন আব্দুস সালাম। এসময় তিনি বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন ঘটছে, কারা ঘটাচ্ছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক। একের পর এক মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক।

তিনি আরো বলেন, এখানে পুলিশ আছে, র্যাব আছে, ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাক। তাদের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ঘটনার কারণ উদ্ঘাটন করার দাবি জানাচ্ছি।

এর আগে এদিন বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণ হওয়া নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এই ভবনে কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান আছে। ওপরের চারতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App