গুলিস্তানের বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন

আগের সংবাদ

গুলিস্তানে শক্তিশালী বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে

পরের সংবাদ

গুলিস্তান বিস্ফোরণ নিয়ে ডিসি

নিহতদের ৫০ হাজার, আহতদের ২৫ হাজার টাকা করে সহায়তা

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১১:১১ অপরাহ্ণ আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১১:১৫ অপরাহ্ণ

গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণে নিহতদের ৫০ হাজার টাকা ও গুরুতর আহতদের ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০ টা ৫০ মিনিটে মুঠোফোনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে সিদ্দিক বাজার বিস্ফোরণে জেলা প্রশাসনের সহায়তা বুথ বসানো হয়েছে। এ বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মমিনুর রহমান আরো বলেন, এছাড়া যাদের যানবাহন, ঔষধ দরকার তা দেয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। বুথ বসানো হয়েছে। আমাদের টিম কাজ করছে। যতোক্ষণ পর্যন্ত প্রয়োজন বুথ থাকবে।

এর আগে এদিন বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ তলা ভবন বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণ হওয়া নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এ ভবনে কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়