×

জাতীয়

হজ হেল্পলাইন চালু ১২ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম

হজ হেল্পলাইন চালু ১২ মার্চ

ছবি: সংগৃহীত

হজ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তনের অংশ হিসেবে ‘হজ কল সেন্টারভিত্তিক’ শর্ট কোড ( ১৬১৩৬) চালু করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য পাওয়া যাবে এই হেল্প লাইনের মাধ্যমে।

এক পরিপত্রে জানানো হয়েছে, বর্তমানে হজ হেল্পলাইন ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী ১২ মার্চ থেকে তা সকলের জন্য উন্মুক্ত করা হবে। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয় সে বিষয়ে যদি আরও কোনো সহযোগিতা লাগে। কেউ হয়তো নাম ভুল করেছে, কীভাবে তা সংশোধন করবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্প লাইনে ফোন করে জানতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ হতে পারে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App