×

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে মোজা বিনতে নাসেরের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম

শেখ হাসিনার সঙ্গে মোজা বিনতে নাসেরের বৈঠক

সোমবার কাতার ফাউন্ডেশন সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেন সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ মোজা বিনতে নাসের। ছবি: পিএমও

সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেঠক করেছেন কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ মোজা বিনতে নাসের।

সোমবার (৬ মার্চ) কাতার ফাউন্ডেশন সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে মোজা বিনতে নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি (মোজা বিনতে নাসের) বলেছেন আপনি ১৭০ মিলিয়ন লোকের উপকার করছেন। আপনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মানুষের জন্য কাজ করি। এটা আমার বাবার স্বপ্ন ছিল। সে স্বপ্নপূরণের চেষ্টা করছি, আহামরি কিছু করি নাই। তখন মোজা বিনতে নাসের বলেন, না অনেক কিছু করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোজা বিনতে নাসের জানতে চেয়েছেন বাংলাদেশ নারী ও শিশুদের জন্য কি করছেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক, শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উপবৃত্তি, দেশে-বিদেশে স্কলারশিপ দিচ্ছে। এছাড়া, মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে।

বৈঠকে বাংলাদেশে কাতার ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App