×

আন্তর্জাতিক

রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:৪৭ পিএম

রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড

ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে ফেব্রুয়ারিতে এক দিনে রেকর্ড পরিমাণ ১৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।

বর্তমানে যৌথভাবে ইরাক ও সৌদি আরব থেকে আমদানিকৃত তেলের চেয়েও বেশি রাশিয়া থেকে আমদানি করছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাশিয়া টানা পাঁচ মাস ভারতের সর্বাধিক অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে। ভারতের গোটা আমদানির এক-তৃতীয়াংশের বেশি তেল আসছে রাশিয়া থেকে। আমদানির পর ভারতে এই অপরিশোধিত তেল ডিজেল ও পেট্রোলে রূপান্তর করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের রুশ তেল আমদানি ১ শতাংশেরও কম ছিল। যুদ্ধ শুরুর পর ডিসকাউন্ট মূল্যে তেল রপ্তানি করায় ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ আমদানি শুরু করে। চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানিকারক ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App