×

সারাদেশ

রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৬:০০ পিএম

রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াল রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল দশ টায় চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠ চত্বরে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আলমাজি জিন্নাহ, সহ সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,আব্দুল হালিম খাঁন দুলাল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম মাইকেল, কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার শরিফ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ই মার্চ ভূইয়াগাঁতীতে বিএনপির একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় আন্দোলনে বিডিআরের নির্বিচার গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা শহীদ হয়। গুলিতে আহত হয় শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া। সেদিন ৪ ছাত্রনেতার আত্মদান আওয়ামী লীগের তৎকালীন দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App