×

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ইনু-পত্নী আফরোজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৬:৩৫ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ইনু-পত্নী আফরোজা

আফরোজা হক

বিএনপির রুমিন ফারহানার ছেড়ে দেয়া সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি আফরোজা হক। তিনি দলটির সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

সোমবার (৬ মার্চ) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ঘোষণা দেন।

আবদুল বাতেন বলেন, বিকেল চারটা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এ সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে আফরোজা হক তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন ফাইল পাঠানো হবে ইসি সচিবের দপ্তরে। এরপর গেজেট প্রকাশ হবে।

সম্প্রতি বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, জাতীয় পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে। বিএনপির সংরক্ষিত আসনের (৫০ তম) এমপি রুমিন ফারহানাও একই সঙ্গে পদত্যাগ করলে সংসদের সংরক্ষিত (৫০তম) নারী আসনটি শূন্য হয়। যেটি এবার আওয়ামী লীগের সমর্থনে জাসদের দখলে চলে গেল।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংরক্ষিত আসনটি আওয়ামী লীগ পেলেও আসনটি ১৪ দলীয় জোটকে দেয়া হয়। যার ফলে এই আসন পেল জাসদ। একাদশ সংসদে জাসদের তিনজন সংসদ সদস্য রয়েছে। এ নিয়ে এখন তা চারে উন্নীত হচ্ছে।

১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন আফরোজা হক। এরপর ইডেন কলেজে পড়ার সময়েই তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের সদস্য হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App