×

সারাদেশ

প্রকাশ্যে চাকু নিয়ে ঘুড়ে বেড়ান বখাটে আদম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৫:৫৪ পিএম

প্রকাশ্যে চাকু নিয়ে ঘুড়ে বেড়ান বখাটে আদম

ছবি: ভোরের কাগজ

প্রকাশ্যে চাকু নিয়ে ঘুড়ে বেড়ান বখাটে আদম

ছবি: ভোরের কাগজ

এলাকার সবার কাছে চাকু বাবা নামে পরিচিত আদম মোল্লা (৩৮)। তার ভয়ে সর্বদা আতঙ্কিত থাকেন এলাকাবাসী। চাকু নিয়ে দিন-রাত ২৪ ঘন্টা ঘুড়ে বেড়ান তিনি। কখনো পোয়ালের পালা কখনো আবার ঘরবাড়িতে সুযোগ পেলেই ধরিয়ে দেয় আগুন। এলাকার শিশু বৃদ্ধ-যুবক সব সময় থাকেন আতঙ্কে।

আদম মোল্লা নামের ওই বখাটে যুবকের হাত থেকে বাঁচতে সোমবার (৬ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উত্তরনাড়িবাড়ি এলাকার ভুক্তভোগী আফাজ উদ্দিন, আজগড় আলী, আতাহার ও আমজাদ হোসেনসহ বেশ কয়েকটি পরিবার। সম্মেলনে আফাজ উদ্দিনসহ ওই এলাকার অনেকেই দাবি করেন, তাদের প্রতিবেশী আকতার মোল্লার ছেলে আদম মোল্লা নামে ওই বখাটে যুবক নানাভাবে তাদের ক্ষতি করছেন। বিদ্যালয়ে পড়া অবস্থায় ২০১৭ সালে তার মেয়েকে উত্ত্যক্তের কারণে আদমের সাথে তাদের শত্রুতা তৈরি হয়। পরে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে বাধ্য হন তারা। মূলত তখন থেকেই নানা সময়ে বিভিন্ন ক্ষতি কারে আসছে ওই বখাটে আদম। তার হাতে সর্বদা চাকু থাকায় ভয়ে আতঙ্কিত থাকেন ওই পরিবারসহ এলাকাবাসী।

[caption id="attachment_412008" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

সবশেষ গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উঠোনের খরের গাদায় আগুন ধরিয়ে চিরকুট লিখে হুমকি দিয়ে যায় আদম। উঠনের খরের গাঁদা পুড়লেও অল্পের জন্য বেঁচে যায় ১০-১২টি বসতবাড়ি। বিষয়টি নিয়ে পরের দিন আদমের পরিবারে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ নিয়ে প্রতিবাদ করলেই আদম ছুরি নিয়ে তাদের মারতে তেড়ে আসেন। এসব নিয়ে মামলাও করা হয়েছিলো আদমের নামে। কিন্তু মানুষিক রোগের চিকিৎসাপত্র দেখিয়ে কয়েকদিন পরেই জামিনে বেড়িয়ে এসে আবারো হুমকি দিতে থাকেন। এসব বিষয় নিয়ে দেনদরবার করেও লাভ হচ্ছে না। অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আদমের ভাই কদম আলী দাবি করেন, খড়ের পালাতে আগুন তারাই দিয়ে আমার ভাইকে ফাঁসাতে চাইছেন। এর আগে এই ব্যক্তিরা তার ভাইকে মারপিট করেছিল। সেখান থেকেই আদমের মাথায় সমস্যা দেখা দিয়েছে। আদম এখন মানসিক রোগী।

ভুক্তভোগী আজগড় আলী, আতাহার হোসেন, সফুরা বেগম, আব্দুল কুদ্দুসহ অন্তত ১০জন অভিযোগ করেন, আশপাশের নারীরা চরম আতঙ্কে রয়েছেন আদমের কারণে। তাছাড়া আদম সব সময় নিজের কাছে ছুরি রাখায় তাকে কেউ কিছু বলতে পারেন না। এই আদমের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদম দীর্ঘদিন ধরেই উত্তর নারিবাড়ি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করছেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, বিষয়টি তাকে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App