×

জাতীয়

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার নিন্দায় হক্কানি আলেম সমাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৮:২৩ পিএম

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার নিন্দায় হক্কানি আলেম সমাজ

ফাইল ছবি

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হক্কানি আলেম সমাজ।

সোমবার (৬ মার্চ) মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আকতার হোসাইন ফারুক, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা রবিউল ইসলাম রবিসহ ৫৮ জন আলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, ‘গত শুক্রবার ৩ মার্চ পঞ্চগড় শহরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে আহমদিয়া বিরোধীরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরণের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক, ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।’

উল্লেখ্য, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক আয়োজন বন্ধের দাবিতে গত শুক্রবার একদল যুবক সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর করে, তাদের অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

হক্কানী আলেম সমাজের প্রতিনিধিরা বলেন, ‘কোনো ধর্মাবলম্বীদের প্রতিই কোনোরূপ অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের ওপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের চিহ্নিত করে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App