×

আন্তর্জাতিক

টুইটারে কর্মী ছাঁটাই: লাভ হয়নি ইলন মাস্কের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৫:১৯ পিএম

টুইটারে কর্মী ছাঁটাই: লাভ হয়নি ইলন মাস্কের
টুইটারে কর্মী ছাঁটাই: লাভ হয়নি ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টুইটারের গণহারে কর্মী ছাঁটাই ব্যাপক আলোচিত হয়েছে। ইলন মাস্ক জানিয়েছিলেন, কোম্পানির আয় বাড়াতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি তার। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ার্ল্ডস্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালের ডিসেম্বরে টুইটারের রাজস্ব ও সামঞ্জস্যপূর্ণ আয় ৪০ শতাংশ কমেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘ইলন মাস্কের দায়িত্ব গ্রহণের পর একটি বড় অংশের বিজ্ঞাপনদাতা টুইটার ছেড়ে দিয়েছেন।’

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ডিসেম্বরে টুইটারের রাজস্ব ও সামঞ্জস্যপূর্ণ আয়- উভয় ক্ষেত্রেই কমেছে ৪০ শতাংশ আয়।

টুইটার জানিয়েছে, ব্যাংকের সুদ প্রদান করছে সংস্থাটি। কারণ ইলন মাস্ককে টুইটার কিনতে ব্যাংক থেকে ১৩ মিলিয়ন ডলার ধার নিতে হয়েছিল। সংস্থার আয় থেকে সুদ বাবদ বড় ধরনের অর্থ দিতে হচ্ছে মাস্ককে।

তবে এ প্রতিবেদনের বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি প্ল্যাটফর্মটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App