×

সারাদেশ

আদর্শ মানুষ হতে হলে উচ্চ শিক্ষিত হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

আদর্শ মানুষ হতে হলে উচ্চ শিক্ষিত হতে হবে

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চাইলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়তে হবে। শিক্ষিত হয়ে নিজেকে বিকশিত করো। শ্রেণি কক্ষে পাঠদানের সময় মনোযোগী হও।

তিনি আরো বলেন, চারদিকে দেখো, যা কিছু ভালো তা গ্রহণ করো এবং নৈতিকতার শিক্ষা গ্রহণ করো।

সোমবার (৬ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সায়ফুল ইসলাম, সহকারী অধ্যাপক সি এম খায়রুল ইসলাম, সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক নিজাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মন্ডল, উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী রানা চৌধুরী, অভিভাবক সদস্য এস এম তুহিন ইসলাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাইজা আরশিন, শামিয়া আক্তার স্বর্ণালী ও জাতীয় পর্যায়ে কবিতা পাঠে তৃতীয় স্থান অধিকারী রওনক জাহান রাকা।

এ সময় পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App