হজের প্যাকেজ ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে নোটিশ

আগের সংবাদ

মান্দায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পরের সংবাদ

টুইটারে কর্মী ছাঁটাই: লাভ হয়নি ইলন মাস্কের

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ৬, ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ

সম্প্রতি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টুইটারের গণহারে কর্মী ছাঁটাই ব্যাপক আলোচিত হয়েছে। ইলন মাস্ক জানিয়েছিলেন, কোম্পানির আয় বাড়াতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি তার। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ার্ল্ডস্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালের ডিসেম্বরে টুইটারের রাজস্ব ও সামঞ্জস্যপূর্ণ আয় ৪০ শতাংশ কমেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘ইলন মাস্কের দায়িত্ব গ্রহণের পর একটি বড় অংশের বিজ্ঞাপনদাতা টুইটার ছেড়ে দিয়েছেন।’

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ডিসেম্বরে টুইটারের রাজস্ব ও সামঞ্জস্যপূর্ণ আয়- উভয় ক্ষেত্রেই কমেছে ৪০ শতাংশ আয়।

টুইটার জানিয়েছে, ব্যাংকের সুদ প্রদান করছে সংস্থাটি। কারণ ইলন মাস্ককে টুইটার কিনতে ব্যাংক থেকে ১৩ মিলিয়ন ডলার ধার নিতে হয়েছিল। সংস্থার আয় থেকে সুদ বাবদ বড় ধরনের অর্থ দিতে হচ্ছে মাস্ককে।

তবে এ প্রতিবেদনের বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি প্ল্যাটফর্মটি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়