×

সারাদেশ

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের দণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৪:৪৭ পিএম

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের দণ্ড

ছবি: ভোরের কাগজ

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের দণ্ড

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাতে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে তিন জনকে কারাদণ্ড ও এক জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়ন, ছদাহা, পশ্চিম ঢেমশা ও এওচিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় খননযন্ত্র (স্কভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও এক জনকে ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। [caption id="attachment_411736" align="alignnone" width="1269"] ছবি: ভোরের কাগজ[/caption] কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মোজাম্মেল (৩০), মো. এমরানুল হক (২০) ও আব্দুল আজিজ (২০)। অর্থদন্ড প্রাপ্ত হলেন আব্দুল জাহের (৪৮)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, রাতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে হাতেনাতে আটক করা হয়‌। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App