×

সারাদেশ

ক্যাম্পে আগুন: গৃহহীন ১৫ হাজার রোহিঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৯:৩৭ পিএম

ক্যাম্পে আগুন: গৃহহীন ১৫ হাজার রোহিঙ্গা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এর ফলে অন্তত আড়াই হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং গৃহহীন হয়েছে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।

রবিবার (৫ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ১০ ইউনিটসহ সেনাবাহিনী ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বসতঘরসহ ক্যাম্পের দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়েছে। এদিকে, আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।

প্রসঙ্গত, ২০২১ সালে ২২ মার্চ একই ক্যাম্পসহ পার্শ্ববর্তী তিনটি ক্যাম্পে বড় অগ্নিকাণ্ড ঘটেছিল। সে সময় আগুনে দশ হাজারেরও বেশি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৪০ হাজার রোহিঙ্গা সদস্য গৃহহারা হয়েছিল। এ ছাড়া দগ্ধ হয়ে দুই শিশুসহ ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App