নার্সিং ছাত্রীর ফরম ফিলাপ বন্ধ, কুপ্রস্তাবের অভিযোগ

আগের সংবাদ

ঝিকরগাছায় ফুলের শেড ভেঙে দেয়ার অভিযোগ

পরের সংবাদ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৬ মরদেহ হস্তান্তর

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১০:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় নিহত ছয়জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। ঘটনার দিন নিহত ছয়জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত না হলেও রবিবার পরনের শার্ট দেখে সেই অজ্ঞাত মরদেহটি শনাক্ত করেন নিহতের স্ত্রী।

এছাড়া, বিস্ফোরণে নিহত বাকি পাঁচজন হলেন- সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামসুল আলম (৫০), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আব্দুল কাদের (৫০) ও লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩৫)। সর্বশেষ শনাক্ত হওয়া ৩৮ বছর বয়সী সেলিম রিচিলের বাড়ি ময়মনসিংহ জেলায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন সীতাকুণ্ডের ভাটিয়ারী থানার জাহানাবাদ এলাকায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়