দু’মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি। ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রবিবার (৫ মার্চ) বিকাল ৪টায় পুরান পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, খাদ্যপণ্যসহ নিতপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দরিদ্র শ্রমজীবির মানুষের জন্য রেশনিং এর দাবিতে পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়ের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান বলেন, বর্তমান সরকার আবারো বিদ্যুতের দাম বাড়িয়েছে, এই নিয়ে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়াল। বিদ্যুত ছাড়া কলকারখানা চলে না, কৃষি ক্ষেত্রে শস্যদানা উৎপাদিত হতে পারে না। এক কথায় বিদ্যুত ছাড়া সমস্ত কিছুই অচল। জাতীর জন্য দুঃখের বিষয় বিদ্যুতের দাম কোন শুনানি ছাড়া বাড়াতে সরকার আইন পাশ করেছে। ক্রমশ বেড়েই চলেছে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যপণ্য ও নিত্যপণ্যের দাম যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
তিনি আরো বলেন, দেশের উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেয়া এবং জনগণের নিত্যদিনের সকল কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সরকারকে বিদ্যুত খাতে ভর্তূকি দিয়ে হলেও বিদ্যুতের দাম কমাতেই হবে।
সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স। এছাড়া উপস্থিত ছিলেন, পার্টির মহানগর উত্তরের আহবায়ক সাদাকাত হোসেন খান বাবুল, পার্টির দক্ষিণের সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মুর্শিদা আখতার নাহার, শিউলী সিকদার, তাপস দাস, মমতাজ বেগম, মামুন মোল্লা, ওমর ফারুক সুমন, শ্রমিক নেতা এস.এম. ফয়েজসহ নেতারা।
সমাবেশ পরিচালনা করেন অতুলন দাস আলো। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।