×

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে খেলা তিনটি লিগ শিরোপার সমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে খেলা তিনটি লিগ শিরোপার সমান

জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি। ফাইল ছবি

এখান থেকে উতরে গিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে তিনটি লিগ শিরোপার সমান বলে মনে করছেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি।

চলতি মৌসুমে সিরি’আতে খুব একটা ধারাবাহিক ছিল জুভেন্টাস। কিন্তু ফর্ম ধরে রেখেছিল ক্লাবটি। তবে দলবদলের চুক্তি সম্পর্কিত অনিয়মের দায়ে ১৫ পয়েন্ট জরিমানার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। খবর দ্য স্কোরের।

গত জানুয়ারিতে জুভেন্টাসের পয়েন্ট কেটে নেয় ইতালির একটি আদালত। এতে ওই সময়ে সিরি’আতে তিনে থাকা দলটি এক ধাক্কায় নেমে যায় দশম স্থানে। এ বিষয়ে জুভেন্টাস কোচ বলেন, ১৫ পয়েন্ট কেটে নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে খেলা সেরি আ জেতার সমান নয়। এটি তিনটি (শিরোপা) জয়ের মতো হবে।

২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখন সপ্তম স্থানে আছে জুভেন্টাস। চারে থাকা এসি মিলানের পয়েন্ট ৪৭। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্টে নিয়ে শীর্ষে আছে নাপোলি। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। এদিক থেকে মৌসুমের এ পর্যায়ে এসে ইউরোপ সেরার মঞ্চে খেলা নিশ্চিত করা জুভেন্টাসের জন্য হবে অনেক বড় চ্যালেঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App