আগামী বছরই রাশিয়া দেউলিয়া হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন রুশ ধনকুবের ওলেগ ডেরিপাস্কা। তিনি বলেন, ২০২৪ সালের মধ্যেই রুশ কোষাগারের অর্থ শেষ হয়ে যেতে পারে। এ ধরনের নাজুক পরিস্থিতি মোকাবেলায় আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন হবে।
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনীতির অবস্থার প্রশংসা করেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর সিরিজ নিষেধাজ্ঞা আরোপের পরও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। খবর সিএনএনের।
রুশ সরকারের প্রাথমিক অনুমান অনুযায়ী, গত বছর দেশটির অর্থনৈতিক উৎপাদন কমেছে দুই দশমিক এক শতাংশ। যুদ্ধ শুরুর পর অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটি আরো বড় অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হবে। কিন্তু এখন রাশিয়ার অর্থনৈতিক ফাটল প্রশস্ত হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।