×

খেলা

সাজঘরে আফিফ, হারের শঙ্কা বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৭:০০ পিএম

সাজঘরে আফিফ, হারের শঙ্কা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরপুরে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৬ রান করেছে ইংল্যান্ড। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে বিদায় নেন ওয়ান ডাউনে নামা মুশফিকও। চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করেন সাকিব ও তামিম। এই দুজনের বিদায়ের পর ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন দলকে টেনে নেয়ার চেষ্টা করেন।

স্যাম কারানের চতুর্থ বলে রয়ের হাতে ক্যাচ দিয়ে প্রথমে ফেরেন লিটন। গোল্ডেন ডাক। পরের বলে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে বন্দি শান্ত। তিনিও মারেন গোল্ডেন ডাক। তামিমের সঙ্গে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তবে টিকতে পারেননি তিনিও।

তৃতীয় ওভারে মুশফিক স্যাম কারানের শিকার। উইকেটের পেছনে ক্যাচ দেন বাটলারের হাতে। ইংলিশদের জোরাল আবেদনে প্রথমে আউট দেননি আম্পায়ার। তারা রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায়, মুশফিকের ব্যাটের বাইরের কানায় লেগেই বল জমে বাটলারের গ্লাভসে। স্রেফ ৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক।

৯ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে এরপর পথ দেখানোর চেষ্টা করেন সাকিব ও তামিম। এই জুটি দলকে নিয়ে যান ৮৮ রান পর্যন্ত। ৭৯ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন দুজন, ১১১ বলে। মঈনের বলে ভিঞ্চের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম। ৬৫ বলে চারটি চারে ৩৫ রান করেন তিনি।

রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব। পরে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটি, ৫৯ বলে। দলীয় ১২২ রানের মাথায় আদিল রশিদের বলে বিদায় নেন সাকিব। ৬৯ বলে তিনি করেন ৫৮ রান, পাঁচটি চার।

টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে দারুণ সেঞ্চুরি করেন জেসন রয়। ১২৪ বলে তিনি করেন ১৩২ রান। ৬৪ বলে ৭৬ রানের ইনিংস আসে ইংলিশ অধিনায়ক বাটলারের ব্যাট থেকে। মঈন আলী ৪২, স্যাম কারান ৩৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন তিনটি, মিরাজ দুটি, সাকিব ও তাইজুল নেন একটি করে উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড জিতেছে ৩ উইকেটে। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের সিরিজের ফেরার উপলক্ষ। তবে রান পাহাড় তাড়া করতে বাংলাদেশের বাজে শুরু আভাস দিচ্ছে বড় পরাজয়ের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App