×

আন্তর্জাতিক

রাশিয়ায় প্রযুক্তি পাঠানোর অভিযোগে ২ মার্কিনি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৪:৪৫ পিএম

রাশিয়ায় প্রযুক্তি পাঠানোর অভিযোগে ২ মার্কিনি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাশিয়ায় উড়োজাহাজের প্রযুক্তি পাঠানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মিসৌরির কানসাস সিটি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন ৫৯ বছর বয়সী সিরিল গ্রেগরি বুইয়ানোভস্কি ও ৫৫ বছর বয়সী ডগলাস রবার্টসন। তাদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই পণ্য রপ্তানি, মার্কিন আইনকে তোয়াক্কা না করে পণ্য পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

ওই দুই ব্যক্তির যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্যানরাস ট্রেডিং কোম্পানি পশ্চিমা ইলেকট্রনিক সরঞ্জাম বিক্রি করে থাকে। প্রসিকিউটররা বলছেন, তারা রুশ কোম্পানির কাছে সরঞ্জাম বিক্রি এবং উড়োজাহাজ মেরামত পরিষেবা সরবরাহ করেছিলেন। তাদের ক্রেতা কারা ছিল, পণ্যের দাম কত, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদানবিষয়ক তথ্য তারা গোপন করেছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App