×

সারাদেশ

ভ্রমণে বিড়ম্বনা, ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৪:২০ পিএম

ভ্রমণে বিড়ম্বনা, ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের থানচি উপজেলার ছোট বড় সকল পর্যটনদের ভ্রমণের উপযোগী পর্যটন স্পট আমিয়াখুম, সাতভাইখুম, বেলাখুম, সাফাহাঁখুম, আন্দারমানিকসহ সকল পর্যটক ভ্রমণের সম্ভাবনাময় স্পটে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের উন্মুক্ত করা, পর্যটকদের শৃংঙ্খলা ক্ষেত্রে নাম ঠিকানা রেজিস্ট্রেশনের চতুর্মুখী ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে স্মার্ট পদ্ধতিতে একমূখী (ওয়ান স্টপ) সার্ভিস বা এক কেন্দ্রে রেজিস্ট্রেশন সকল রেজিষ্ট্রেশন কাগজপত্র কপি সরকারি ৪ প্রতিষ্ঠানে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি হয়ে উঠেছে।

বর্তমান ব্যবস্থাগুলো পর্যটক ও তার সংশ্লিষ্টরা অনেক বিড়ম্বনা বলে মনে করেন। প্রশাসন, জনপ্রতিনিধি, পর্যটন গাইড, বোট মালিক, মাঝি, রিসোর্ট মালিক, সুশীল সমাজ, সাংবাদিক ও আইন শৃংঙ্খলা রক্ষাবাহিনীদের সমন্বয়ে গোল টেবিল বৈঠকের মাধ্যমে পর্যটক ভ্রমণে বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

শুক্রবার (৩ মার্চ) বান্দরবানের থানচি উপজেলা ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশে বক্তরা এ  আহ্বান বলেন।

থানচি উপজেলা পর্যটক সংশ্লিষ্ট ট্যুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লি. এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে নানা আয়োজন মধ্যে র‌্যালি, সমাবেশ, মধ্যাহ্নভোজ ও গাইডদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ মার্চ) সকাল ১০ টায় ট্যুরিষ্ট গাইড কার্যালয় হয়ে থানচি বাজার ঘুরে এক শোভাযাত্রা উপজেলা মাল্টিপারপাশ হলে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লি. এর আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক চহ্লামং মারমার সঞ্চালনা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমনের সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি, প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, মদু মৌজা হেডম্যান শিমন ত্রিপুরা, স্বাগত বক্তব্য রাখেন, সমিতি সহ-সভাপতি লাল থান বম, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ক্লেমেট ত্রিপুরা বিশিষ্ট ব্যবসায়ী পর্যটক প্রেমিক মোহাম্মদ হোসেনসহ পর্যটক সংশ্লিষ্ট বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২০২১ সালে ৩রা মার্চ থানচি ট্যুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লি. এর স্থাপন করেন প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ২৫০ জন গাইড (পথ প্রদর্শক)সহ পর্যটকপ্রেমিরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App