×

আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনায় গ্রীসে নিহত বেড়ে ৫৭, বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৯:৩৫ এএম

ট্রেন দুর্ঘটনায় গ্রীসে নিহত বেড়ে ৫৭, বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গ্রীসের উত্তরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতের আগে দেশটির লারিসা শহরের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। খবর বিবিসির।

দুর্ঘটনার জন্য গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মানবিক ত্রুটিকে দায়ী করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।

এদিকে রেলের কর্মচারীরা সরকারকে দায়ী করে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছেন। এ ঘটনায় এথেন্স এবং থেসালোনিকিতে ২ হাজারের বেশি মানুষ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে।

এথেন্সের পেনশনভোগী এক কর্মচারী স্ট্যাভ্রস নান্টিস বলেন, আমরা কোম্পানির প্রতি এবং সরকারের উপর ক্ষুব্ধ। তারা গ্রীক রেলওয়ের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। উদ্ধারকর্মীরা এখনও পোড়া এবং রেলের ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের খোঁজ করছেন।

উদ্ধারকারী কনস্টান্টিনোস ইমানিমিডিস বলেন, এটা খুবই কষ্টদায়ক পরিস্থিতি। আমাদের জীবন বাঁচানোর পরিবর্তে মরদেহ উদ্ধার করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App