×

সাহিত্য

আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইংস অব আর্ট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৯:৫১ পিএম

আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইংস অব আর্ট’

উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘উইংস অব আর্ট’ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন রুবানা হক। ছবি: ভোরের কাগজ

আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইংস অব আর্ট’
আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইংস অব আর্ট’

উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘উইংস অব আর্ট’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের করকমলে পুরস্কার তুলে দেন রুবানা হক। ছবি: ভোরের কাগজ

শিল্পের আঙিনায় থরে থরে সাজানো শিল্পকর্ম। আর সেই শিল্পের রস আস্বাদনে মোহিত শিল্পানুরাগীরা। অ্যাক্রেলিক, মিশ্রমাধ্যমের অপরূপ সব সৃজনে অনন্য এই শিল্পকর্ম উপভোগের পাশাপাশি এসবের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতাও লক্ষণীয় ছিল শিল্পের সমঝদারদের মাঝে। এমন দৃশ্যই চিত্রিত ছিলো রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে।

[caption id="attachment_411281" align="aligncenter" width="1600"] উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘উইংস অব আর্ট’ প্রদর্শনীর উদ্বোধন করেন রুবানা হক। ছবি: ভোরের কাগজ[/caption]

উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রুবানা হক। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক জামাল হোসেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতেই পরপর দুটি দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দনের শিল্পীরা। এরপর উইংস অব উইন্ডের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

[caption id="attachment_411282" align="aligncenter" width="1600"] উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘উইংস অব আর্ট’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের করকমলে পুরস্কার তুলে দেন রুবানা হক। ছবি: ভোরের কাগজ[/caption]

‘উইংস অব আর্ট শিরোনামের এই দলীয় প্রদর্শনীর শিল্পরা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, বীরেন সোম, অলকেশ ঘোষ, তরুণ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রেজাউন নবী, সিদ্ধার্থ তালুকদার, আহমেদ শামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল, সাইদুল হক জুইস, মোহাম্মদ ইকবাল, কারু তিতাস, বিপুল শাহ, মাহমুদুর রহমান দীপন, এএইচ ঢালি তমাল, কামাল উদ্দিন, আল আখির সরকার, বিপ্লব চক্রবর্তী, আব্দুল্লাহ আল বশির, মঞ্জুর রশিদ ও কামরুজ্জোহা জোহা।

১২ মার্চ শেষ হবে ২৮টি শিল্পকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App