ভারতে ইউক্রেন নিয়ে দর কষাকষি

আগের সংবাদ

সাকিব-তামিম ইস্যু: ধামাচাপার চেষ্টা পাপনের?

পরের সংবাদ

‘আমরা তোমার অপেক্ষায় আছি, মেসি‌’

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:৪৫ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:৪৯ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার লিওনেল মেসির শ্বশুরের দোকানে অজ্ঞাত দুই ব্যক্তি গুলিবর্ষণ করেছে। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান। শুধু তাই নয়, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে যান তারা।

বুধবার (১ মার্চ) স্থানীয় সময় রাত দুইটার দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

আরো পড়ুন: সতীর্থদের সোনার আইফোন দিলেন মেসি

মেসির উদ্দেশে অজ্ঞাত বন্দুকধারীদের রেখে যাওয়া চিরকুট

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণ শেষে হামলাকারীরা একটি চিঠি ফেলে যান। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘আমরা তোমার অপেক্ষায় আছি, মেসি। জাভকিন একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়