×

জাতীয়

বিচার প্রার্থীদের প্রতি মানবিক হোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

বিচার প্রার্থীদের প্রতি মানবিক হতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (২ মার্চ) কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, বিচার প্রার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যেন তাদের কোনো অভিযোগ না থাকে।

আবদুল হামিদ কিশোরগঞ্জে দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলেন। পাঁচবার জেলা বারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক সভাপতি এমএ আফজল, বারের সাবেক সভাপতি এমএ রশিদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, বারের সাবেক সভাপতি জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর ওমার ফারুক সঞ্জু, জিপি বিজয় শংকর রায়, জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এরপর রাষ্ট্রপতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানসহ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার ঢাকায় ফিরবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App