×

সারাদেশ

বদলে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সড়ক পথের চিত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম

বদলে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সড়ক পথের চিত্র

ছবি: ভোরের কাগজ

#প্রকল্পের কাজ শেষ হলে দক্ষিণ চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে
একটি সড়ক বদলে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সড়ক পথের চিত্র। কর্ণফুলীর শিকলবাহা ওয়াই জংশন (ক্রসিং) থেকে আনোয়ারার কালাবিবির দীঘির মোড় পর্যন্ত সড়কের ছয় লেনে উন্নীত করা হচ্ছে। এই সড়ক এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। প্রকল্পের কাজ শেষ হলে দক্ষিণ চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সড়কটিই চট্টগ্রামের সাথে পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগের অন্যতম মাধ্যম। এই সড়কে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। প্রয়োজনের তুলনায় চওড়া কম থাকায় যানজট হবে না এই সড়ককে। উন্নত হচ্ছে মানুষের জীবন মানও। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের বদলে যাবে ভাগ্য। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। সড়কটি মূলত টানেলের সংযোগ সড়ক হিসাবে ব্যবহার ও গাড়ির অতিরিক্ত চাপ সামলানোর জন্য চট্টগ্রামের সবচেয়ে প্রশস্ত এই সড়ক তৈরির কাজ করছে জনপদ ও বিভাগ। সড়কটি ছয় লেনে প্রশস্ত হচ্ছে। বর্তমানে দুই লাইনের ১৮ ফুটের সড়কটি হবে ১৬০ ফুট। সাড়ে ১১ কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় হবে ২৬৬ কোটি টাকা। ২০২১ সালের এপ্রিল থেকে এই সড়কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিএ। বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, টানেল চালু হলে আনোয়ারার চেহারা পাল্টে যাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। নতুন নতুন শিল্পকারখানা হবে। এতে মানুষের কর্মসংস্থানও বাড়বে। তিনি আরো বলেন, টানেল চালু হলে আনোয়ারায় মানুষের বসবাসের চাপ বেড়ে যাবে। তাই এখন থেকে পয়োনালা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পরিকল্পনা করতে হব। চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আনোয়ারা উপজেলার জন্য গুরুত্বপূর্ণ চাতরী চৌমুহনী বাজার। দিনের বেশিরভাগ সময় এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। টালেন সংযোগ সড়কের কাজ শেষ হলে পাল্টে যাবে এলাকার মানুষের ভাগ্য। দক্ষিণ চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটবে এই সড়ক। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ছয় লেন সড়কের প্রকল্প পরিচালক সুমন সিংহ জানান, আমরা টানেলের সাথে মিল রেখে ছয় লেনের মূল যে চার লেন সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করব। ইতিমধ্যে সব মিলিয়ে ছয় লেন প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো কয়েক মাসের মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App