×

আন্তর্জাতিক

ত্রিপুরায় ‘লিড’ বাড়াচ্ছে বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০১:১৮ পিএম

ত্রিপুরায় ‘লিড’ বাড়াচ্ছে বিজেপি

ফাইল ছবি

উত্তরপূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভার ভোটগণনা চলছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে গণনা।

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) জোট, অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেস জোট এবং টিপ্রা মোথা পার্টি। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রার্থী দিলেও কোন আশানুরূপ ফল করবে না বলেই অভিমত।

ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়তে দরকার ৩১টি আসন। সেখানে বিজেপি ও তাদের শরিক দল আইপিএফটি একত্রে ৩৪ আসনে এগিয়ে রয়েছে, সিপিআইএম ১২ আসনে, টিপ্রা মোথা ১২ আসনে, অন্যরা ২ আসনে এগিয়ে রয়েছে।

সবমিলিয়ে ত্রিপুরায় ‘লিড’ বাড়াচ্ছে বিজেপি ত্রিপুরায় বিজেপি এগিয়ে গেল ৩৪টি আসনে। বাম-কংগ্রেস জোট নেমে গেল ১৪টি আসনে। তিপ্রা মোথা আপাতত এগিয়ে ১২টি আসনে।

মেঘালয়ে অনেকটা পিছিয়ে পড়ল তৃণমূল মেঘালয়ে ২৭টি আসনে এগিয়ে গেল কনরাড সাংমার দল। তৃণমূল সেখানে এগিয়ে ৭টি আসনে। বিজেপি এগিয়ে ৪টি আসনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App