×

জাতীয়

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৫:৫৫ পিএম

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

পাল্টাপাল্টি ধাওয়ার একটি চিত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বিজয় একাত্তর বাস ভাঙচুর করায় এ অবস্থার তৈরি হয়। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীদের নামিয়ে কলেজে ফেরার পথে বাসটি ভাঙচুর করা হয়।

এদিকে, এ ঘটনায় একজন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কয়েক শ’ শিক্ষার্থী এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App