×

জাতীয়

জাপানি দুই শিশুর বিষয়ে আপিল শুনানি ২৪ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম

জাপানি দুই শিশুর বিষয়ে আপিল শুনানি ২৪ মে

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর বিষয়ে বাবা ইমরান শরীফের আপিলের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে দুই সন্তানকে ফিরে পেতে ইমরান শরীফের আপিল শুনানির জন্য ছিল। কিন্তু তার আইনজীবী শামীমা আক্তার লাভলী শিশুদের বিষয়ে উচ্চ আদালতে পিটিশন শুনানিতে ব্যস্ত থাকায় সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এ তথ্য জানান।

২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App