×

সারাদেশ

ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মতো পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১০টায় দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার প্রমুখ।

এর আগে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App