‘দুই যুগেও হয় না বিচার, এই লজ্জা ও অপমান কার’

আগের সংবাদ

সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ

পরের সংবাদ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২, ২০২৩ , ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২, ২০২৩ , ৬:৫৮ অপরাহ্ণ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে সড়ক অবরোধ করে জেলা সেচ্ছাসেবক লীগের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়। জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে করা মিথ্যা মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার না করা হলে কুষ্টিয়া জেলা জুড়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে সড়কে চলাচলরত মানুষ যানবাহন রেখে সমাবেশে অংশ নেয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া পৌরসভায় একটি টেন্ডার সিডিউল জমা দেওয়ার সময় এক ঠিকাদারের দরপত্র কে বা কারা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ইব্রাহিম হোসেন নামের ওই ঠিকাদার কুষ্টিয়া মডেল থানায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদ, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফিল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষসহ অজ্ঞাতনামায় আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়