×

খেলা

টাইগারদের বোলিংয়ে ধুকছে ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৭:১৭ পিএম

টাইগারদের বোলিংয়ে ধুকছে ইংল্যান্ড

টাইগারদের দুদান্ত বোলিং চাপে ইংল্যান্ড

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ কেমন খেলবে বাংলাদেশ তা উপভোগ করতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা।

বুধবার (১ মার্চ) মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি তামিম ইকবাল। ব্যাট হাতে স্বাগতিকরা শুরুটা ভালো করতে সক্ষম হলেও মধ্যে খেই হরায়। ফলে ইংলিশদের বিপক্ষে বড় সংগ্রহ করতে পারেনি টাইগাররা। এদিন ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যাইহোক লড়াকু এই পুঁজি নিয়ে বোলিংটা ভালোই করছে স্বাগতিকরা। টাইগাররা একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।

এদিন মালানের সঙ্গে জুটি গড়ে উইল জ্যাকসের ব্যাট চওড়া হচ্ছিল। ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন। কিন্তু মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ফিরেন সাজঘরে। পুল করতে গিয়ে স্কয়ার লেগে আফিফের হাতে ধরা পড়েন উইল জ্যাকস। ৩১ বলে ২৬ রান করেন তিনি। আর দলীয় ১০৩ রানে পঞ্চম উইকেট হারায় ইংলিশরা। যাইহোক ভালো বোলিং করতে সক্ষম হলে টাইগারদের জয় নিশ্চিত।

স্কোর: বাংলাদেশ: ২০৯/১০ (৪৭.২ ওভার), ইংল্যান্ড: ১৭০/৭ (৪১ ওভার)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App