×

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল ও জার্মানির উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল ও জার্মানির উদ্বেগ

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরাইল ও জার্মানি। বার্লিনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এ উদ্যোগের কথা জানান। খবর ইয়েনি সাফাকের।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, ইরানের এ পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে আমরাও ইসরাইলের মতো উদ্বিগ্ন।ইরানকে কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। আমরা দুদেশই ইরানের এ কর্মসূচি রুখতে যৌথভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App