প্রথম ওয়ানডে ম্যাচ
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। গত আগস্টে পর ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। এবার যখন দলে ফিরলেন, একাদশে থাকা স্বাভাবিক। অন্যদিকে মিরপুরের স্লো উইকেটে কতজন পেসার আর স্পিনার হিসেবে কাকে কাকে খেলাবে বাংলাদেশ, তা ছিল আগ্রহের বিষয়।
ওপেনার তামিমের সঙ্গে লিটন দাস। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান চার নম্বরে। মুশফিক ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ নম্বরে। আফিফ হোসেন ধ্রুব ৭ নম্বরে এবং ৮ নম্বরে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ।
বোঝাই যাচ্ছে বাংলাদেশ পুরোপুরি ব্যাটিং শক্তি নির্ভর দল। আট নম্বর পর্যন্ত সলিড ব্যাটার দলের মধ্যে। বোলিংয়েও কম শক্তিশালী নয়। তিন বোলিং স্পেশালিস্ট হলেন তাসকিন, মোস্তাফিজ এবং স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া দুই অলরাউন্ডার রয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।
অধিনায়ক তামিমের হাতে অপশন হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। উইকেটে যদি বল ঘুরে এবং স্পিন কার্যকর হয়, তাহলে এই দুই বোলারকেও ব্যবহার করতে পারবেন তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।