সকালের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পরের সংবাদ

ট্রাকে গাছ উঠাতে গিয়ে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১, ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ

ব‌রিশা‌লে কাটা গাছ ট্রাকে উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির আঘাতে দুজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর চাঁদশী ইউনিয়নের শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়ন প‌রিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ বলেন, ‘গাছ কাটার ৭ থেকে ৮ জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছের গুড়ি বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে শহিদ হাওলাদার (৩৫) মৃত্যু হয়। নিহত শহিদ হাওলাদার উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।

এছাড়া গুরুতর আহত আরও দুজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুজন নিহতের তথ্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ‘এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়