জাতীয় পতাকাবাহী বিমানবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ও যাত্রীসেবার মানোন্নয়নের ধারাবাহিকতায় তারা এই সেবা চালু করেছে।
বুধবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, বিমানের যেসব যাত্রী অনলাইনের (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকিট কিনবেন তারা অনলাইনেই ভ্রমণ তারিখ পরিবর্তন করতে পারবেন।
তিনি বলেন, যাত্রীরা টিকিট ক্রয়ের সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি দেয়ার মাধ্যমে বিমানের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ অপশনে প্রয়োজনীয় তথ্য দেয়ার মাধ্যমে সহজেই পরিবর্তন করা যাবে ভ্রমণের তারিখ।
এতদিন বিমানের টিকিটের তারিখ পরিবর্তনের জন্য সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে সশরীরে যোগাযোগ করতে হতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।