×

সারাদেশ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

ছবি: ভোরের কাগজ

রাঙ্গামাটিতে সেনাবাহিনী কতৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি রিজিয়ন মাঠে ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারের পক্ষে রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি হত দরিদ্র ও অসুস্থদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন। এ সময় রাঙ্গামাটি রিজিয়নের বিএমটু মেজর খায়রুল রহমান পিএসসি, রিজিয়নের জি টু আই মেজর পারভেজ রহমান উপস্থিত।

রাঙ্গামাটি রিজিয়ন সূত্রে জানায়, স্থানীয় গরিব অসহায় প্রায় ১২ জনের মধ্যে ১ লক্ষ টাকা মানবিক সহায়তা দেওয়া হয়।

রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব তহবিল থেকে পার্বত্য এলাকার অসহায় ও হত দরিদ্র এবং অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় পার্বত্য অঞ্চলের বসবাসকারী যেই হোক না তার পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে বলে মন্তব্য করেন জোন কামান্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App