×

আন্তর্জাতিক

নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মৃত্যু কিশোরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ এএম

নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মৃত্যু কিশোরের

ছবি: দ্য ইকোনমিক টাইমসের

নারী কিংবা পুরুষ, বৃদ্ধ কিংবা যুবক, যে কেউ যেকোনো সময় হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হতে পারেন। কেউই এখন ঝুঁকিমুক্ত নন। ঠিক সেটিই যেন আরেকবার দেখিয়ে দিলো ১৯ বছর বয়সী এক কিশোরের মৃত্যু।

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির। মুহূর্তে ঝলমলে বিয়েবাড়ি পরিণত হয় বিষাদে সাগরে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এক খবরে জানা যায়, ঘটনাটি হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামের। মারা যাওয়া কিশোরের নাম মুত্যম। সে মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিল ছেলেটি। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠে মুত্যম। নাচতে নাচতেই মৃত্যু হয় তার।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, চমৎকার হাসিখুশি পরিবেশ। সেখানে গানের তালে নাচে মাতোয়ারা এক কিশোর। কিন্তু নাচতে নাচতে সে হঠাৎ থমকে দাঁড়ায় এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App