×

খেলা

ক্রিকেটারদের দায়িত্ব, দায়বদ্ধতা ও প্রস্তুতিতে মুগ্ধ হাথুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

ক্রিকেটারদের দায়িত্ব, দায়বদ্ধতা ও প্রস্তুতিতে মুগ্ধ হাথুরু

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে টাইগারদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। জানালেন, ক্রিকেটাররা এখন দায়িত্বশীল।এমনকি তাদের দায়বদ্ধতা ও প্রস্তুতিতে মুগ্ধ তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে বুধবার দুপুর ১২টায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, আমার মনে হয় গত ক’দিনে আমরা পূর্ণ প্রস্তুত। আমরা অনুশীলন ম্যাচ খেলেছি, ম্যাচ পরিস্থিতি তৈরি করে প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়রা যে দায়বদ্ধতা দেখিয়েছে, তাতে আমি খুবই খুশি। আমি মনে করি, তারা পুরোপুরি প্রস্তুত।

তিনি আরো বলেন, ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছেন। তাদের বোঝাপড়ায় উন্নতি এসেছে। যা মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন হাথুরু, ‘দায়িত্ব বুঝে নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক উন্নতি হয়েছে। মূলত, প্রস্তুতির ক্ষেত্রে তারা নিজেরাই দায়িত্ব নিয়েছে, যা আমাকে মুগ্ধ করেছে। এমনকি তরুণদের দিক নির্দেশনা দিতে হচ্ছে না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং তাদের দায়িত্ব কী।

হাথুরু জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ হবে তাদের পেস বোলিং সামলানো। বিশ্বের সেরা পেস আক্রমণ ইংল্যান্ডের। পাঁচজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে এসেছে তারা। অন্য একটি দল টেস্ট খেলতে অন্যত্র (নিউজিল্যান্ডে) আছে। তাদের দলের প্রতিভা এবং গভীরতা এমনই। এই সিরিজে চ্যালেঞ্জ হবে তাদের পেস বোলিং সামলানো। আমার প্রথম মেয়াদে আগ্রাসী ক্রিকেট খেলেছি। আগ্রাসী ক্রিকেটের অনেক ধরন হয়। শুধু ঝড়ো ব্যাটিং নয়। এই আগ্রাসন আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দেখাতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App