বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব

আগের সংবাদ

মানুষের অধিকার প্রতিষ্ঠাই জাপার অ্যাজেন্ডা

পরের সংবাদ

ইরানে বিশাল সামরিক মহড়া শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৬:৩৮ অপরাহ্ণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই মহড়া শুরু হয়। ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চলজুড়ে এ মহড়া চলছে।

এ বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হয়েছে। মহড়ায় কল্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক এ মহাড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে।

যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়