মেহেরপুরে ককটেল বিস্ফোরণে আহত ২ শিশু

আগের সংবাদ

সব উন্নয়ন সংস্থার সমন্বয় দাবি করলেন চসিক মেয়র

পরের সংবাদ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

আগের দুর্দিন এখন আর নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ

আগের দুর্দিন এখন আর নেই, গত ১৪ বছরে হওরের অনেক উন্নয়ন করেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)  কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের সুধী সমাবেশে বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন পদক্ষেপে কিশোরগঞ্জ এখন আর পিছনে পড়া এলাকা নয়। এখন দিন বদলে গেছে। কিশোরগঞ্জও বদলে গেছে। তাই এখন আর আগের দুর্দিন নেই।

দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র নৌকা হলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি-জামায়াত যতোবার ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়