×

জাতীয়

৪৫ বছর পর আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

৪৫ বছর পর আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

বাংলাদেশ-আর্জেন্টিনা

৪৫ বছর পর আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

দূতাবাস উদ্বোধনকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

রাজধানীতে আর্জেন্টিনার দূতাবাস চালু করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর পর চালু হলো দূতাবাস।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। এটি শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত।’

আর্জেন্টিনার নতুন দূতাবাসের উদ্বোধন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরো গভীর করতে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

প্রসঙ্গত, এর আগে ১৯৭৮ সালে ঢাকার দূতাবাস বন্ধ করে দেয় আর্জেন্টিনার সামরিক সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App