×

সারাদেশ

সন্তানদের মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

সন্তানদের মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই

ছবি: ভোরের কাগজ

সন্তানদের মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই

ছবি: ভোরের কাগজ

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, সন্তানদের মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। সন্তানের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলায় উৎসাহ দিন। জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে অবস্থিত আবদুল ওয়াহেদ সরদার মডেল কলেজ, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[caption id="attachment_410271" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তখনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে পেরেছে।

আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের সভাপতি সাইফুজ্জামান বুলবুল সরদারের সভাপতিত্বে এ সময় অনন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রুপা ঘোষ, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিন্নাত মুন্সি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App