×

বিনোদন

মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজিতে প্রথম আন্তর্জাতিক সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজিতে প্রথম আন্তর্জাতিক সিনেমা

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজিতে প্রথম আন্তর্জাতিক সিনেমা

মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের মানুষের জন্য ছিল না, বরং এটি ছিল বহির্বিশ্বের মানুষের কাছে একটি মানবিক যুদ্ধও। বিশ্বের কাছে এমনই এক সত্য ঘটনা তুলে ধরতে নির্মিত হয়েছে সিনেমা ‘জেকে ১৯৭১’। নতুন এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ।

গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরই মধ্যে সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দেখে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

নতুন এই সিনেমার নির্মাতা ফাখরুল আরেফিন খান। ১৯৭১ সালে বিদেশি বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসার ফসল আজ বাংলাদেশ। সে ভালোবাসারই একজন ছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। বাংলাদেশের প্রতি এ বিদেশির ভালোবাসাই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।

সিনেমার কাহিনিতে দেখা যাবে, জেকে (জ্যঁ কুয়ে) একজন যুবক ফরাসি। যখন ১৯৭১ সালে প্রথম বাংলাদেশের মানুষের অসহায়ত্বের কথা শুনেন তখন নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি তিনি। বাংলাদেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার বিবেক তাকে রাতে ঘুমাতে দেয়নি।

এরপরই তিনি কঠিন এক সিদ্ধান্ত নেন। প্যারিসে ৩ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করের তিনি। সেখানে যাত্রী হিসেবে ছিল বিদেশিসহ পাকিস্তানিরাও। সেই ফরাসি যুবক দাবি করে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিলেই মুক্তি পাবে যাত্রীরা।

এমন হৃদয় দোলানো সত্য কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ইংরেজিতে নির্মিত হয়েছে। এর কারণ বর্ণনা করে সিনেমার পরিচালক বলেন, বিদেশি মানুষদের কাছে সহজে বোঝানোর জন্য ইংরেজি ভাষাতেই সিনেমাটি নির্মিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App