×

সারাদেশ

বাবুগঞ্জে জাপার ‌দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

বাবুগঞ্জে জাপার ‌দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাবুগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) জন্মদিনে পালন ও আনন্দ সন্ধ্যা অনুষ্ঠানের মঞ্চের চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় পার্টির দুই গ্রুপের নেতাকর্মীরা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার খানপুরা জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার নিক্ষেপ ও ১০ টির বেশি মোটরসাইকেল ভাংচুরের করা হয়েছে। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। খোদ এমপির সামনেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলীয় একাধিক সূত্র।

জানাযায়, রাত ৮ দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার একই মঞ্চে বসা ছিলো। কিছুক্ষণ পর জাতীয় পার্টির রহমতপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান ওই মঞ্চে এসে সোহেল হাওলাদারকে পাশের চেয়ারে বসিয়ে এমপি গোলাম কিবরিয়া টিপু ও জাতীয় পার্টির উপজেলা আহবায়ক মকিতুর রহমান কিসলুর সাথে কথা বলছিলেন।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় সোহেল হাওলাদার। এ সময় ওই দুই নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।তবে এরই রেশ ধরে কেক কাটা অনুষ্ঠানের শেষে সোহেল হাওলাদার ও হামিদুর রহমানের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে থামাতে গিয়ে যুব সংহতির চাঁদপাশা ইউনিয়নের সদস্য সচিব মামুন হোসেন গুরুতর আহত হয়ে রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া মাধবপাশা ইউনিয়নের জাপা নেতা নাদিমের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। যদিও জাতীয় পার্টির নেতারা হামলার বিষয়টি বহিরাগতদের বলে দাবি করেছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে রাতে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিছু চেয়ার ভেঙেছে। তবে সংসদ সদস্য নিরাপদে ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু স্থানীয় সাংবাদিকদের বলেন, মারামারির ঘটনায় বহিরাগতরা জড়িত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App