×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অহেতুক, ভিত্তিহীন আন্দোলন করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এ দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার থাকবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে ও সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনও অনির্বাচিত সরকার আসবে না। নেতিবাচক রাজনীতি ছেড়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কামরুল বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তাদের আন্দোলনে নামানোর চেষ্টা করছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App