×

জাতীয়

ঘরোয়াসহ ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

ঘরোয়াসহ ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

ঘরোয়াসহ ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
ঘরোয়াসহ ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
ঘরোয়াসহ ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এসপি) নোমান আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্ট ও নবাবী ভোজ রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

তিনি আরো বলেন, এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঘরোয়া হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক মো. জুলহাস হোসেনকে ৮০ হাজার টাকা, ক্যাফে বিসমিল্লাহ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক শেখ শফিউর রহমানকে এক লাখ টাকা ও নবাবী ভোজ রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক মো. সুমনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App