×

আন্তর্জাতিক

খাদ্য সংকট নিয়ে জরুরি বৈঠকে কিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

খাদ্য সংকট নিয়ে জরুরি বৈঠকে কিম

কিম জং উন। ফাইল ছবি

তীব্র খাদ্য সংকট উত্তরণের উপায় খুঁজতে জরুরি বৈঠক শুরু করেছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপর্যায়ের নেতারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট কিম জং উন জরুরি এই বৈঠকের ডাক দেন, যা সোমবার শুরু হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৈঠকে খাদ্য ঘাটতি মোকাবিলায় অতি গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা চলছে। সপ্তম বর্ধিত এই বৈঠকে কিম জং উন সরকারের গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোও পর্যালোচনা করছেন। খবর আলজাজিরার।

কেসিএনএ আরো জানিয়েছে, বৈঠকটি ক্ষমতাসীন দলের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন, যা শুধুমাত্র কৃষিব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তন নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। তবে কৃষি ছাড়াও চলমান এ বৈঠকে জাতীয় অর্থনীতির উন্নয়নে জরুরি ও সম্ভাব্য সব পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বৈঠকে কিম জং উনের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ প্রিমিয়ার কিম টোক হুন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক পরিচালক ও কিমের ঘনিষ্ঠ সহযোগী জো ইয়ং ওয়ানের মতো জ্যেষ্ঠ নেতা ও কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App