×

সাহিত্য

কাল বইমেলার পর্দা নামবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

কাল বইমেলার পর্দা নামবে

প্রতীকী ছবি

কাল পর্দা নামবে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার। ইতোমধ্যেই বিদায়ের সুর বেজে উঠেছে মেলা প্রাঙ্গণে। পাঠক, লেখক ও প্রকাশকদের মুখাবয়বেও ফুটে উঠেছে বিদায়ের অব্যক্ত বেদনা। তবে নানা ক্ষোভের কথা জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রকাশক। জানতে চাইলে অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন নাথ ভোরের কাগজকে বললেন, অনেক অনিয়ম অব্যবস্থাপনার নজির রেখে মেলা শেষ হয়ে গেল। শুরুতে ঘোষণা দেয়া হয়েছিল ডিজিটাল মেলার। তার ধারেকাছেও ছিল না কতৃপক্ষ। বইয়ের মেলায় বাদাম বিক্রেতাসহ নানা ফেরিওয়ালা অবাধে ঘুরছে। এটা দৃষ্টিকটু। এছাড়া সবচে জঘন্য খাবারের দোকানগুলো। যা মেলার পরিবেশকে অনেকটাই দুষিত করেছে। এ দুষণ মারাত্মক। অথচ বইয়ের স্টলে মানুষ নেই, খাবারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছে। পাশাপাশি প্রকৃত ধুলার দূষণ তো ছিলই। কেবল অবকাঠামো করলেই হবে না, সুষ্ঠু ব্যবস্থাপনাও জরুরি। তাহলেই মেলার সাফল্য আসবে। জ্যেষ্ঠ এই প্রকাশক আরো বলেন, বইমেলার বয়স তো কম হলো না। এতোটা পথ পেরুনোর পরও যদি মেলা সুষ্ঠু একটা নিয়মের মধ্যে না ফেরে তাহলে ফিরবে কখন? জোনাকী প্রকাশনীর মঞ্জুর হোসেন বলেন, এবারের মেলাতেই বেচা বিক্রিতে ধস নেমেছে। সমাগম মানেই বিক্রি বোঝায় না। অনেকে ঘোরাঘুরি করছে, সেলফি তুলছে। কিন্তু বইয়ের দিকে চোখ রাখছে না। ঢাকা শহরে মানুষের বিনোদনের জায়গাগুলো সংকুচিত, যে কারণে অনেকের কাছে বইমেলাই হয়ে উঠেছে বিনোদন পার্কের বিকল্প। আজ সোমবার মেলা ঘুরে দেখা গেছে, যথারীতি সমাগম ছিল। বিক্রির দৌড়ে অনেকটাই পিছিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App